সুদান বাংলাদেশের বাস্তবতাকে মেনে নেয়ার জন্য ভুট্টোকে উপদেশ দিতে পারে
খার্তুম। আগামি ৪ জুন পাকিস্তানের প্রেসিডেন্ট মি, ভুট্টো সুদান সফরে গেলে তাকে সম্ভতঃ এই উপদেশই দেয়া হবে যে, বাংলাদেশের বাস্তবতাকে স্বীকার করে নেয়াই হবে সবার জন্য মঙ্গলকর। ‘আল সাফা পত্রিকার বৈদেশিক বিষয়ক সম্পাদকের কাছে এক সাক্ষাৎকারে ড, মনসুর খালিদ এ কথা বলেন। মি. ভুট্টো সুদানে অবস্থানকালে প্রেসিডেন্ট নিমেরীর সাথে সাক্ষাৎ করবে। সুদানের পররাষ্ট্রমন্ত্রীর এই ধরনের মন্তব্য এই উপমহাদেশের নতুন রাষ্ট্রকে সুদানের স্বীকৃতি দানের ইঙ্গিত বহন করেছে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন।৯৬
রেফারেন্স: ২৮ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ