দেশের জনগণের প্রতি আমার দায়িত্ব আছে- বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ঘিরে যে সব গুজব রটেছে সেগুলোকে ‘অভ্যন্তরীণ কায়েম স্বার্থ ও আন্তর্জাতিক এজেন্টদের একটি ঘণ্য অভিযানের অংশ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য এসব গুজব রটানো হচ্ছে। তিনি এসব গুজবকে সব বাজে কথা বলে উল্লেখ করেন। বাসস রোববার এ খবর পরিবেশন করে। দেশে নানা ধরনের যেসব গুজব ছড়ানো হচ্ছে, সে সম্পর্কে অভিমত চাওয়া হলে বঙ্গবন্ধু এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু বলেন, ‘আমার দেশের জনগণের প্রতি আমার দায়িত্ব রয়েছে, এটা সকলের বোঝা উচিত। বঙ্গবন্ধু ইদানিং দেশের শাসনতন্ত্র বিবেচনার জন্য মন্ত্রী সভার বৈঠক এবং এ দেশের জনসংখ্যার বিপুল সমস্যার সমাধানের কাজের জন্য নিরন্তর ব্যস্ত রয়েছে। পর্বত প্রমাণ সমস্যার সম্মুখীন সরকারের কতগুলো সিদ্ধান্ত স্বার্থবাদী মহলকে মারাত্মকভাবে আঘাত করেছে। অপর দিকে জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ নতুন বাংলাদেশের অভ্যুদয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা নাখোশ হয়েছে।৯৫
রেফারেন্স: ২৮ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ