যুদ্ধাপরাধীদের বিচারে ভারত সাহায্য করবে
নয়াদিল্লি। ভারত সরকার বাংলাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী কাজে অভিযুক্ত পশ্চিম পাকিস্তানি সৈনিকদের বিচারের ব্যাপারে যখনই প্রয়োজন পড়বে বাংলাদেশ সরকারকে সাহায্য করবে। আজ পররাষ্ট্র বিভাগের ডেপুটি মন্ত্রী শ্রী বি কে দাস চৌধুরী লোক সভায় এই কথা বলেছেন।
পাকিস্তানের বিচার বন্ধের চেষ্টা : নয়াদিল্লি থেকে বাসস’র খবরে প্রকাশ, পাকিস্তান বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারকে বন্ধ করার জন্য জাতিসংঘে চেষ্টা চালাচ্ছে, নিরাপত্তা পরিষদে এ ব্যাপারে ইতোমধ্যেই চিঠি দেয়া হয়েছে। আজ ভারতের পররাষ্ট্র বিভাগের ডেপুটি মন্ত্রী শ্রী সুরেন্দ্র পাল সিং লোক সভায় এই তথ্য প্রকাশ করেন।৮৮
রেফারেন্স: ২৫ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ