You dont have javascript enabled! Please enable it! 1972.05.25 | বঙ্গবন্ধুর নেতৃত্বে বিপ্লবী সরকার গঠনের দাবি | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর নেতৃত্বে বিপ্লবী সরকার গঠনের দাবি

বাংলাদেশ ছাত্রলীগের (রব-সিরাজ নেতৃত্বাধীন) ছয় জন নেতা বৃহস্পতিবার এক বিবৃতিতে বর্তমান গণপরিষদ ও মন্ত্রীসভা ভেঙে দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি বিপ্লবী সরকার গঠনের দাবি জানিয়েছেন। তারা দেশপ্রেমিক দলসমূহ হতে বঙ্গবন্ধুর পছন্দমতো লোক নিয়ে এই সরকার গঠনের কথা বলেছেন। দেশের অভ্যন্তরে চীন ও মার্কিন সাম্রাজ্যবাদের অনুচরদের তৎপরতা বিশৃঙ্খলা কৃত্রিম খাদ্য সংকট ও দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে ছাত্র নেতৃবৃন্দ এই দাবি জানান। বিবৃতিতে দুর্নীতি পরায়ণ গণপরিষদ সদস্যদের গণ-আদালতে বিচার করার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কার্যকরী সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসুর বিদায়ী সহ-সভাপতি জনাব আ স ম আব্দুর রব এই বিবৃতিতে উপরোক্ত দাবি করেন। তারা বাংলাদেশে আমেরিকানদের প্রবেশ নিষিদ্ধকরণের দাবি জানান। দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বিবৃতিতে রাষ্ট্রপ্রধান কর্তৃক জরুরি অবস্থা ঘোষণা করে সর্বময় ক্ষমতা প্রদানেরও দাবি করা হয়েছে। এতে ‘পূর্ণ সমাজতান্ত্রিক বিধিব্যবস্থা সংবলিত একটি খসড়া শাসনতন্ত্র প্রণয়ন করে বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রস্তাবিত বিপ্লবী সরকারের অনুমোদন পূর্বক উক্ত শাসনতন্ত্রকে অন্তর্বর্তীকালীন শাসনতন্ত্র হিসেবে গণ্য করার দাবি জানানো হয়। ছাত্রলীগের বিবৃতিতে আরো যেসব সুপারিশ করা হয়েছে তা হচ্ছে-পাকিস্তানি হানাদারবাহিনীর সাথে সহযোগিতাদানকারী দালাল, রাজাকার, আল-বদর, চোরাকারবারী ও সশস্ত্র দুষ্কৃতিকারীদের প্রকাশ্যে বিচার করে এদেরকে গুলি করা। দুর্নীতিপরায়ণ আমলাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ; দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টিকারী সশস্ত্র হামলাকারীদের প্রতিরোধে পুলিশ ও সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী, লাল বাহিনী ও ছাত্র-শ্রমিক-রাজনৈতিক দলসমূহের কর্মীদের ক্ষমতা দান; বর্তমান রিলিফ কমিটি ভেঙে দিয়ে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠনসমূহের প্রতিনিধি সমন্বয়ে নতুন রিলিফ কমিটি গঠন; হাইকোর্টের একজন বিচারপতিকে প্রধান নিযুক্ত করে বাংলদেশ রেডক্রস পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ। ছাত্রলীগের বিবৃতিতে বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক সংস্থা ও বিদেশিদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশে মার্কিনীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে বিদেশ থেকে প্রাপ্ত সাহায্য সামগ্রী সরাসরি বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আনার দাবি করা হয়। সকল প্রকার এজেন্সি, ডিলারশিপ, লাইসেন্স পারমিট অর্থাৎ মধ্যস্বত্বা প্রথা বাতিল করে সরাসরি সরকারি ব্যবস্থায় সকল দ্রব্য জনসাধারণের হাতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে। বেআইনীভাবে গাড়ি, বাড়ি দখল বন্ধ করার উদ্দেশ্যে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল রাজনৈতিক কর্মী নেতা ও বড় বড় আমলার ব্যাংক জমাসহ সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। শ্রমিক এলাকায় শ্রমিকদের জন্য, গরিব শিক্ষক, চতুর্থ শ্রেণির কর্মচারীসহ স্বল্প বেতনভোগী সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী, বাস্তুহারা দিনমজুর ও গরীব চাষিদের জন্য রেশনে সস্তাদরে চাল, ডাল, আটা, চিনি, তেল, কেরোসিন সরবরাহ করার দাবি জানানো হয়।৮৭

রেফারেন্স: ২৫ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ