You dont have javascript enabled! Please enable it! 1972.05.22 | সমাজতন্ত্র কায়েমে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান- তাজউদ্দিন আহমদ | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

সমাজতন্ত্র কায়েমে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান- তাজউদ্দিন আহমদ

অর্থ ও পরিকল্পনা দপ্তরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ উৎপাদনের সর্বোচ্চ লক্ষ্য অর্জনে জনশক্তির পূর্ণব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিশ্বের জনশক্তির পূর্ণব্যবহারের মাধ্যমে উৎপাদন লক্ষ্যে পৌঁছানো সম্ভব, এবং উৎপাদনের লক্ষ্যে পৌছুতে পারলেই আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও অগ্রগতি আসবে। বাংলাদেশ ম্যানেজমেন্ট উন্নয়ন কেন্দ্র আয়োজিত পরিবর্তনীয় ব্যয় বা ভ্যারিটেবল কষ্টিং সম্পর্কিত এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন বলে বাসস উল্লেখ করেছেন। জনাব তাজউদ্দিন আহমদ দেশের বিপর্যস্ত অর্থনীতিকে গড়ে তোলার জন্য জনগণকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ এক বিরাট জনশক্তির অধিকারী। এই জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমাদের দেশ প্রগতি ও সমৃদ্ধির পথে উত্তরোত্তর এগিয়ে যেতে পারবে। দেশের অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে সমাজতন্ত্র বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, এ দেশে পুঁজিবাদী ব্যবস্থার মৃত্যু হয়েছে, অভ্যুদয় ঘটেছে শোষণমুক্ত সমাজতান্ত্রিক ব্যবস্থার। তিনি বলেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকালের মাঝ দিয়ে চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, জনগণ দেশ গঠনের জন্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসবে এবং জনগণের প্রচেষ্টায় বাংলাদেশ প্রগতি ও সমৃদ্ধির সংগ্রামে সফলতা অর্জন করবে।৮০

রেফারেন্স: ২২ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ