সমাজ বিরোধীদের বিরুদ্ধে সামাজিক বয়কট আন্দোলন শুরু করুন- তাজউদ্দিন আহমদ
সাভার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ রিলিফ দ্রব্য আত্মসাৎ, কালোবাজারি ও অত্যাধিক মুনাফা লুটে যারা দেশের স্বাধীনতাকে সংকটাপন্ন করে তুলেছে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে বর্জন আন্দোলন শুরুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। জনাব তাজউদ্দিন আহমদ আজ অপরাহ্নে সাভার অধরচন্দ্র হাইস্কুল প্রাঙ্গণে সাভারস্থ ভারত সেবা শ্ৰম কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তান। দখলদার আমলে এই সংঘ আমাদের মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সেবায় ঠিক সময়েই এগিয়ে এসেছিল। তারা বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট লাঘবের উদ্দেশ্যে সম্প্রতি ঢাকা এসেছে। গণপরিষদের সদস্য জনাব নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে স্বামী বিজয়ানন্দ, ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব মঈজুদ্দিন এমসিএ, শ্রী জগদীশ চন্দ্র সাহা, জনাব আনোয়ার জং, জনাব আব্দুল হামিদ বাঙালি ও জনাব আশরাফ উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। জনাব তাজউদ্দিন আহমদ তার ভাষণে এক দিকে বীর জনতার অবর্ণনীয় দুঃখকষ্ট স্বীকারে অপরিসীম ধৈৰ্য্য ও অন্যদিকে দখলদার পাকিস্তানবাহিনীর হাতে তাদের অশেষ লাঞ্ছনার কথা স্মরণ করে বলেন, এই অবস্থায়ই দেশের যুব সমাজ শক্রর বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলেন যার ফলে পশু শক্তির পরাজয় ঘটেছে। তিনি বলেন, স্বাধীনতা অর্জিত হয়েছে এর সাথে সমগ্র জাতির এই ঐতিহাসিক পরিস্থিতিতে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি জনগণকে কিছু দিনের জন্য ধৈর্য্য ধরতে বলেন। কারণ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে কিছুটা সময় লাগবে। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী দেশের ছাত্র সমাজকে আমাদের জাতীয় অস্তিত্বকে টিকিয়ে রাখার ঐতিহাসিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মুখে জনগণের পাশে থাকার আহ্বান জানান।৮১
রেফারেন্স: ২৩ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ