You dont have javascript enabled! Please enable it! 1971.12.01 | কালিরবাজার অভিযান - সংগ্রামের নোটবুক

কালিরবাজার অভিযান

রৌমারি ॥ ২৯শে নভেম্বর-আমাদের নিজস্ব প্রতিনিধি পরিবেশিত সংবাদে প্রকাশ গত ২৯শে নভেম্বর মুক্তিবাহিনীর দূর্বার সাহসী যােয়ানগন গাইবান্দা মহকুমার কালির বাজার অভিযান পরিচালনা করেছে। পাক পুলিশ ও রাজাকারকে গ্রেপ্তার করে এবং নয়টি রাইফেলসহ প্রায় চারশত গুলি হস্তগত করে। এই অভিযানে আমাদের একজন মুক্তিসেনা সাহাদৎ বরণ করে। অন্য আর একটি অভিযানে কুড়িগ্রামের রাজাকারদের আমাদের দুঃসাহসী মুক্তিযােদ্ধারা পাঁচটা রাইফেল ও প্রায় দুইশত গুলি অধিকার করে নেয়।

অগ্রদূত ১: ১৪

১ ডিসেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯