পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির এক জরুরী বৈঠক
আগামী ২০শে মে (শুক্রবার) সকাল দশটায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সদর দফতরে (১৫ নং পুরানা পল্টন) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হইবে। দলের সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান চৌধুরী গতকাল (মঙ্গলবার) উপরােক্ত মর্মে ঘােষণা করেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গুরুতর খাদ্য পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে আলােচনা করা হইবে। সকল সদস্যকে সভায় যােগ দিতে অনুরােধ করা হইয়াছে। সময়ের স্বল্পতার জন্য সদস্যদের নিকট ব্যক্তিগত নােটিস পাঠানাে সম্ভব হইবে না বিধায় সদস্যগণকে সংবাদপত্রের এই বিজ্ঞপ্তিকে নােটিস বিবেচনা করিয়া সভায় যােগ দিতে অনুরােধ করা হইয়াছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকগণ এবং আওয়ামী লীগ দলীয় জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যগণকে সভায়…
Reference: দৈনিক ইত্তেফাক, ১৮ মে ১৯৬৬