ঝিকরগাছা আওয়ামী লীগের নির্বাচন
যশাের, ১৪ই মে—গতকাল বেলা ৩ ঘটিকায় ঝিকরগাছা থানা আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জনাব হাজী নূর বখস সম্মেলনে সভাপতিত্ব করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ কর্মীদের কর্তব্য সম্পর্কে বিশদভাবে আলােচনা করেন মেসার্স মশিয়ুর রহমান (এডভােকেট), জনাব এম রওশন আলী বি, এল, মােঃ রফিকুল ইসলাম বি, এ। সম্মেলনে দেশবাসীর দাবীদাওয়ার যথার্থ প্রতিফলন, ৬-দফার প্রতি পূর্ণ সমর্থন এবং উক্ত দাবী আদায়ের জন্য যে কোন ত্যাগ স্বীকারের সংকল্প ঘােষণা করা হয়।
সভায় গৃহীত অপর এক প্রস্তাবে শেখ মুজিবর রহমান ও অন্যান্য আওয়ামী লীগ নেতাসহ সকল রাজবন্দীর মুক্তির দাবী জানানাে হয়।
সম্মেলনে ৬-দফা দাবী সম্পর্কে মত যাচাইয়ের জন্য অবিলম্বে গণভােট দাবী, প্রদেশের ৭ লক্ষ বেকার বিড়িশ্রমিকের উপর নির্ভরশীল ২৫ লক্ষ মানুষকে মৃত্যুর হাত হইতে রক্ষার জন্য টেন্ডুপাতা সরবরাহ অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবী ও বর্তমান খাদ্যপরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করিয়া সমগ্র প্রদেশে পূর্ণ রেশনিং প্রথা চালু করিবার দাবী জানাইয়া কতিপয় প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনে নিম্নলিখিত ব্যক্তিগণকে লইয়া ঝিকরগাছা থানা আওয়ামী লীগ গঠিত হইয়াছে : সভাপতি হাজী নূর বখস; সহ-সভাপতি ডাঃ আবুল ইসলাম, নেছারউদ্দীন আহমদ ও আবদুস সােবহান, সম্পাদক রফিকুল ইসলাম বি, এ, সহ-সম্পাদক নুরুল ইসলাম, মহসীন আলী ও শাহাদাৎ হােসেন। দপ্তর সম্পাদক রেজাউল হক। সাংগঠনিক সম্পাদক এম, মকবুল হােসেন। কোষাধ্যক্ষ সফিউদ্দিন আহমদ, ইহা ছাড়া আরও কয়েকজনকে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচন করা হয়।
Reference: দৈনিক ইত্তেফাক, ১৬ মে ১৯৬৬