নাগেশ্বরী অভিযানে মুক্তিফৌজের বিরাট সাফল্য
কুড়িগ্রাম ৩০শে নভেম্বর—আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি পরিবেশিত সংবাদে প্রকাশ যে গত দুই সপ্তাহ পূর্বে যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির পর দস্যু পাক সেনারা বাধ্য হয়ে ভূরুঙ্গামারী ছেড়ে নাগেশ্বরীতে তাদের অবস্থান গড়ে তােলে এবং আমাদের মুক্তিবাহিনীর বীর যােয়ানরা তিন দিক থেকে তাদেরকে ঘিরে ফেলে এবং প্রায় দশ দিন যাবৎ তাদের সমস্ত যােগাযােগ বিচ্ছিন্ন করে দেয়। অবশেষে গত ২৯শে নভেম্বর মুক্তিফৌজের প্রবল চাপের মুখে পাকসেনারা আর টিকতে না পেরে বিপুল ক্ষতি স্বীকার করে নাগেশ্বরী। গেলে পৃষ্ট প্রদর্শন করে। সংবাদে আরও প্রকাশ যে বিভ্রান্ত পাকসেনাদের অনেকে মুক্তিবাহিনীর প্রবল চাপের মুখে ছত্রভঙ্গ হয়ে পরে এবং তাদের ইউনিফর্ম ত্যাগ করে সাদা পােষাকে কুড়িগ্রামের দিকে ছুটে পালায়। এই অভিযানে আমাদের মুক্তিবাহিনী বহু সংখ্যক অস্ত্র ও গােলা বারুদ হস্তগত করে।
অগ্রদূত ১: ১৪
১ ডিসেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯