গায়ানা ইভনিং পোস্ট | ১৭ জুন ১৯৭১ | সম্পাদকীয় – শরনার্থিদের ব্যাপারে আশংকা
ছয় কোটি মানুষের হঠাৎ অন্তঃপ্রবাহ ভারতের জনগণের সামাজিক ও অর্থনৈতিক জীবনে মারাত্মকভাবে প্রভাব সৃষ্টি করেছে , কিন্তু মানবতার কারণে এই ছাড় দিতে হবে।
মিসেস গান্ধীর মতে, বিশ্বের অন্য কোন দেশে এই মাত্রার অনুপ্রবেশ ঘটেনি। এমনকি এর দশ ভাগের এক ভাগও না। কিন্তু, মিসেস গান্ধী বলেন, শরণার্থীদের সাহায্য করার জন্য ভারত প্রয়োজনবোধে ‘জাহান্নামের মধ্য দিয়ে যাবে’।
কিন্তু স্পষ্টতই, এই অবস্থা শুধু ভারতকে উদ্বিগ্ন করার কথা না। পুরো বিশ্বের সহায়তা প্রয়োজন। সবচেয়ে জরুরী প্রয়োজন খাদ্য, আশ্রয় ও ওষুধ। গায়ানার জনগণ তহবিল সংগ্রহ করতে পারেন। ভারতের এই সঙ্কটের মধ্যে গায়ানার এগিয়ে আসা উচিৎ। গিয়ানা নিজেই একটি দরিদ্র দেশ কিন্তু ভারত যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাতে গায়ানার মানুষকে ত্যাগস্বীকার করতে হবে এবং গায়ানার মানুষ জানে কিভাবে ত্যাগস্বীকার করতে হয়।