বাংলাদেশ-ভারত বন্ধুত্ব দিন দিন ঘনিষ্ঠতর হবে- তাজউদ্দিন আহমদ
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমানের ভালো বন্ধুত্ব সম্পর্ক দিন দিন আরও জোরদার হবে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ শুক্রবার ঢাকায় এ কথা বলেন। ভারতের শিল্প ও বণিক সমিতির ৫ সদস্যের এক প্রতিনিধি দল শুক্রবার অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। ভারতের শিল্প ও বণিক সমিতির সভাপতি শ্রী সঞ্জয় সেন প্রতিনিধি দলের নেতৃত্ব করেন। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন প্রতিনিধিদলকে বলেন, ভারত বাংলাদেশের এক মহান বন্ধু। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে ভারত সকল ক্ষেত্রেই সাহায্য প্রদান করতে পারে। অর্থমন্ত্রীর বক্তব্যের জবাবে শ্রী সঞ্জয় সেন বলেন, বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের উন্নতি সাধনে ভারত সম্ভাব্য সবরকম সাহায্য ও সহযোগিতা করবে। তিনি বলেন, ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ককে খুবই মূল্য দিয়ে থাকে এবং কোনো কিছুই দুদেশের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ককে বিঘ্ন ঘটাতে পারবে না। শ্রী সঞ্জয় সেন বলেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভারতের সাথে সহযোগিতায় বাংলাদেশের শিল্প ইউনিট স্থাপনের বিরাট সম্ভবনা রয়েছে। পাট শিল্পের ক্ষেত্রে একটি সাধারণ নীতি প্রণয়নের পক্ষে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, এর ফলে বিশ্ব বাজারে উভয় দেশের স্বার্থই যথাযথভাবে সংরক্ষিত হবে। বাসসের খবরে বলা হয় তিনি চামড়া ও শিল্পের ক্ষেত্রেও একই ধরনের নীতি অনুসরণের আভমত দেন। এ ধরনের নীতিও উভয় দেশের পক্ষে বিশেষ সহায়ক হবে বলে তিনি জানান।৬৯
রেফারেন্স: ১৯ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ