অভাবের খবর পেলেই বিমান থেকে খাদ্য ফেলা হচ্ছে
বাণিজ্যমন্ত্রী জনাব এম আর সিদ্দিকী বলেন, যেখানেই মূল্য বৃদ্ধি পাচ্ছে বা অভাব দেখা দেওয়ার খবর পাওয়া যাচ্ছে, সেখান থেকেই সরকার বিমান থেকে খাদ্য দ্রব্য নিক্ষেপ করছে। তিনি বুধবার ঢাকায় সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ইতোমধ্যেই ২ লাখ ৩৪ হাজার টন খাদ্যশস্য দেয়া হয়েছে এবং প্রয়োজন হলে আরো দেয়া হবে। তিনি জানান, খাদ্য পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। জুন মাসেই আরও ৫ লাখ টন খাদ্যশস্য বিদেশ থেকে চট্টগ্রাম এসে পৌছেছে। জনাব সিদ্দিকী আরও বলেন, বর্তমানে বোরো ধান কাটা হচ্ছে। তাই ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু এলাকায় চালের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি উল্লেখ করেন, সিলেট থেকে এক তার বার্তায় চালের দাম প্রতি মণ ৪৫ টাকার মতো উল্লেখ করা হয়েছে।৬০
রেফারেন্স: ১৭ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ