You dont have javascript enabled! Please enable it!

ঢাকা-টাঙ্গাইল সড়ক যােগাযােগ বিচ্ছিন্ন

২৪শে নবেম্বর। আজ স্বাধীন বাংলাদেশের মুক্তি কামী অসমসাহসী যােদ্ধারা ঢাকা-টাঙ্গাইল সড়কে বর্বর বাহিনীর বিভিন্ন আস্তানায় একযােগে আক্রমণ চালান। ফলে করটিয়া শহরতলী থেকে হানাদারদের তাড়িয়ে দিয়ে শহরটি তারা ১০ ঘণ্টার জন্যে নিজেদের আয়ত্তে রাখতে সক্ষম হন। এবং একই দিনে উক্ত সড়কের ২৭টি পুল ও কালভার্ট উড়িয়ে দিয়ে পাক সেনাদের যাতায়াত ও সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত করে দেন। এখন করটিয়া থেকে গােড়াই পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বর্বরদের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ। তাছাড়া সমগ্র টাঙ্গাইল জেলা থেকে হানাদারদের তাড়িয়ে কয়েকটি শিবিরে অবরুদ্ধ অবস্থায় রাখা। হয়েছে। আরও একটি সামরিক গাড়ী উদ্ধার ২৫শে নবেম্বর, সখীপুর। বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে যে, হাবিলদার হাকিম সাহেবের নেতৃত্বে ঢাকাটাঙ্গাইল রােডে সখীপুর বাজারের পূর্ব দিকে যে-সংঘর্ষ হয়, তাতে আরাে একটি গাড়ী মুক্তিবাহিনীর হাতে আসে। স্থানীয় রক্ষীবাহিনী গাড়ীটি উদ্ধার করে। জায়গাটি জঙ্গলাবৃত থাকায় আগেরদিন ওটা নজরে পড়েনি। এতে পাঁচটি রাইফেল, ১টি পিস্তল ও ১ টি স্টেনগান পাওয়া গেছে। গ্রেফতার। টাঙ্গাইলের সংবাদদাতা প্রেরিত] ২০শে নবেম্বর রাতে করটিয়ার বিশিষ্ট দালাল খসরু পান্নিকে তার ছেলে বাবুল এবং ভ্রাতা সেলিমসহ গ্রেফতার করা হয়।

জাগ্রত বাংলা ১: ৭

২৮ নভেম্ব ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!