You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর সাথে রাজনৈতিক প্রশ্নে আলোচনা

ভারতের বহির্বিষয়ক মন্ত্রকের চেয়ারম্যান শ্ৰী ডি পি ধর ও বাংলাদেশ পরিকল্পনা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ড: নুরুল ইসলামের মধ্যে বৈঠকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় সাহায্যের প্রতিশ্রুতি সম্পর্কে আলোচনা করা হয়। মঙ্গলবার তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ ধর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেও ৩০ মিনিটকাল আলাপ আলোচনা করেন। তাদের এ আলোচনার ধরন ছিল রাজনৈতিক, শ্ৰী ধর বাণিজ্যমন্ত্রী জনাব এম আর সিদ্দিকীর সাথেও কথাবার্তা বলেন। ভারত সরকারের একজন মুখপাত্রের মতে বাংলাদেশ কর্মকর্তাদের সাথে বৈঠকে শ্রী ডি পি ধর বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে আলোচনা করেছেন। ভারতীয় সরকারি মুখপাত্র বাসস কে জানিয়েছেন, আলোচনাকালে ত্রাণ সামগ্রী সরবরাহ, রেলওয়ে এবং অভ্যন্তরীণ নৌ পরিবহনের চাহিদা সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। উভয় দেশের মধ্যে সাক্ষরিত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও আলোচনায় স্থান পেয়েছে। মুখপাত্রটি বাণিজ্য চুক্তি সম্পর্কে সমালোচনা ভিত্তিহীন বলে। অভিহীত করে বলেন, ভারত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারত সম্পদ অনুযায়ী বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্য চুক্তির সমালোচনা সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে মতামত ব্যক্ত করেছেন, ভারত সরকার তার সাথে সম্পূর্ণ একমত। এখানে উল্লেখযোগ্য যে, বঙ্গবন্ধু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, উভয় দেশের প্রয়োজন ও পারস্পারিক স্বার্থেই বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তি সাক্ষরিত হয়েছে। বঙ্গবন্ধু বলেছেন, কেবলমাত্র এক শ্রেণির লোক ও কতিপয় কায়েমী স্বার্থান্বেষী মহল থেকেই এ ধরনের সমালোচনা এসেছে। কারণ তারা রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবসায়ে খুশি হতে পারেনি। বঙ্গবন্ধু আরো বলেন, বাংলাদেশের মানুষ তাদের দেশের স্বাধীনতা অর্জনে ভারতের সাহায্যের কথা ভালোভাবেই অবগত আছেন।৫৮

রেফারেন্স: ১৬ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!