You dont have javascript enabled! Please enable it! 1972.05.15 | পাকিস্তান-ভারত দূত পর্যায়ের বৈঠকের প্রতিবেদন পেশ | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

পাকিস্তান-ভারত দূত পর্যায়ের বৈঠকের প্রতিবেদন পেশ

সোমবার ভারতের বহির্বিষয়ক মন্ত্রকের চেয়ারম্যান শ্ৰী ডি পি ধর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। শ্ৰী ধর পৌনে দু’ঘণ্টা যাবত বঙ্গবন্ধুর সাথে আলোচনা করেন। কিন্তু তাদের আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। তবে ওয়াকেফহাল মহলের ধারণা শ্ৰী ধর বঙ্গবন্ধুর সাথে ইন্দিরা-ভুট্টো শীর্ষ বৈঠক এবং বাংলাদেশ-পাকিস্তান-ভারত উপমহাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, শ্রী ডি পি ধর মারিতে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান দূত পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব করেন। সকালে তিনি ঢাকায় এসেছেন। তার এই সফরকে ভারত বাংলাদেশের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময়ের নিয়মিত সফর বলে সরকারি মহল অভিহিত করেছেন। ঢাকা আগমনের পর শ্রী ডি পি ধর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুস সামাদ সোয়া ঘণ্টা ব্যাপী আলোচনা করেন। বিকেল ৬ টায় তিনি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেন। রাত পৌনে ৮ টায় তিনি বঙ্গবন্ধুর অফিস কক্ষ থেকে বেরিয়ে আসেন। বাইরে অপেক্ষমান সাংবাদিকগণ আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে শ্রী ধর কোনো মন্তব্য করতে অসম্মতি জানান। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ সাংবাদিকদের বলেন, ভারত পাকিস্তান দূত পর্যায়ের বৈঠকে ভূট্টোর সাথে আলোচনা হয়েছে শ্রী ধর তা বঙ্গবন্ধুকে অবিহিত করেছেন। এছাড়া তারা দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেছেন। পররাষ্ট্র অফিসে এক প্রশ্নের জবাবে জনাব আব্দুস সামাদ সাংবাদিকদের বলেন, পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিলেই ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ত্রি-পক্ষীয় আলোচনা হতে পারে। শ্ৰী ডি পি ধর আজ আবার বঙ্গবন্ধুর সাথে দ্বিতীয় দফা বৈঠকে মিলিত হবেন। এছাড়া তিনি অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী এম আর সিদ্দিকী এবং শিল্পমন্ত্রী সৈয়দ নজরুলের সাথে সাক্ষাৎ করবেন এবং বুধবার নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।৫৪

রেফারেন্স: ১৫ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ