You dont have javascript enabled! Please enable it!

ঢাকায় ভিয়েতনাম যুদ্ধবিরোধী সমাবেশ

ভিয়েতনামে মার্কিন হামলার প্রতিবাদে রোববার বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ভিয়েতনাম থেকে অবিলম্বে মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সমাবেশে গৃহীত প্রস্তাবে সংগ্রামী ভিয়েতনামী জনতার সাথে একাত্মতা ঘোষণা করে দক্ষিণ ভিয়েতনামের বিপ্লবী সরকারের ৭ দফা প্রস্তাবকে ভিয়েতনাম প্রশ্নের একমাত্র সমাধান বলে উল্লেখ করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে ডাক ও তারমন্ত্রী মোল্লা জালাল উদ্দিন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান জনাব আব্দুর রাজ্জাক, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মোস্তফা সারোয়ার, মহিলা শাখার সম্পাদিকা বেগম সাজেদা চৌধুরী ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শী মনি সিং, ন্যাশনাল আওয়ামী পার্টির অধ্যাপক মোজাফফর আহমদ ও শান্তি পরিষদের জনাব আলী আকসাদ বক্তৃতা করেন। মোল্লা জালাল উদ্দিন তার বক্তৃতায় সাম্রাজ্যবাদী শক্তি বিশেষকরে মার্কিন সাম্রাজ্যবাদের মুখোশ উন্মোচন করে সাম্রাজ্যবাদ বিরোধী সক্রিয় আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের সাহায্য ছাড়া ইয়াহিয়ার সামরিক বাহিনী বাংলাদেশে নয় মাস ধরে গণহত্যা চালাতে পারতো না। মোল্লা জালাল উদ্দিন বলেন, সাম্রাজ্যবাদ শুধু লাখ লাখ মানুষকেই হত্যা করছে না তারা বিশ্বশান্তিকেও বিনষ্ট করছে। তারা গণতন্ত্র সমাজতন্ত্রের শত্রু। বঙ্গবন্ধুর ঘোষিত যে চারটি আদর্শের ভিত্তিতে আমরা সোনার বাংলাকে গড়ে তুলতে চাই সাম্রাজ্যবাদ সেই চারটি আদর্শেরই শত্রু। সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হবার জন্যে তিনি আহ্বান জানান। কমিউনিস্ট নেতা শ্রী মনি সিং বলেন, ভিয়েতনামের মার্কিন সাম্রাজ্যবাদের দিন শেষ হয়ে এসেছে। তারা এখন সেখানে মারণাঘাত হেনেছে। তিনি বলেন, যুদ্ধ না শান্তির প্রশ্নে বিশ্বজনমত আজ রায় দিয়েছে শান্তির পক্ষে।৫০

রেফারেন্স: ১৪ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!