You dont have javascript enabled! Please enable it!

সকল প্রাথমিক শিক্ষক একই হারে বেতন পাবেন

শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বলেছেন যে, দেশের সকল প্রাথমিক শিক্ষক অভিন্ন হারে বেতন পাবেন। চলতি মাস থেকে এই বেতনের স্কেল চালু হবে। তিনি আরো বলেন যে, সরকার গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্যে শীঘ্রই একটি শিক্ষা কমিশন গঠন করতে যাচ্ছেন। কমিশন সকভততে জনগণের মতামত জেনে শিক্ষা রিপোর্ট প্রণয়ন করবেন। তিনি আরো বলেন যে, বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে যা মানুষে মানুষে ভেদাভেদ বা অসুবিধাদী সৃষ্টি করবে না। এই শিক্ষার উদ্দেশ্য হবে সুপ্ত প্রতিভা বিকাশে স্পষ্ট ভূমিকা গ্রহণ করা। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দু’দিন ব্যাপী প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। সমিতির সভাপতি অধ্যাপক আব্দুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। তিনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের বর্ণনা করে বলেন যে, অথনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতার মূল্য নেই। গত সালের মার্চ মাসে এই উদ্যানে বঙ্গবন্ধু ঐতিহাসিক সংগ্রামী আহ্বানের কথা স্মরণ করে তিনি বলেন যে, বাংলার দরিদ্র কৃষক শ্রমিক নিম্ন বেতনভুক্ত ও শিক্ষকদের ভাগ্য আমরা যদি পরিবর্তন না করতে পারি তাহলে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে না।৪৭

রেফারেন্স: ১৩ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!