You dont have javascript enabled! Please enable it! 1972.05.12 | পাবনায় খাদ্য পরিস্থিতির মারাত্মক অবনতি | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

খাদ্য পরিস্থিতির মারাত্মক অবনতি

পাবনা। এখানে খাদ্য পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। চাল এখানে ৮০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো পল্লী এলাকায় খাদ্য শস্য চলাচল ব্যাহত হচ্ছে। সংশোধিত রেশনিং-এ এখনও কোনো চাল বরাদ্দ করা হয়নি। ওয়াকেফহাল মহল সূত্রে এ কথা জানা গেছে। বর্তমানে এখানে চিনি ৮ টাকা সের দরে বিক্রি হচ্ছে। কেরোসিন তেল প্রতি ২২ আউন্স বোতল আড়াই টাকা দরে বিক্রি হচ্ছে। চিনির অভাবে মিষ্টি ও চায়ের দোকান বন্ধ হয়ে গেছে। চিনির অভাবে পাবনার ঔষধ প্রস্তুত শিল্পও মারাত্মক অসুবিধার সম্মুখীন হয়েছে। অবিলম্বে খাদ্যশস্য প্রেরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও ন্যাপ (মোজাফফর) এক যুক্ত বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মোকাবেলার জন্য বিমান থেকে খাদ্য নিক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।৪৫

রেফারেন্স: ১২ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ