You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু জনতার আইন প্রতিষ্ঠিত করেছেন

মৌলভীবাজার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু জনতার আইন প্রতিষ্ঠিত করেছেন। জনাব রহমান স্থানীয় টাউন ক্লাবে আজ মঙ্গলবার এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও গণপরিষদ সদস্য জনাব মোত্তকিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু জনতার সম্মতি ব্যতিরেকে কোনো আইন গ্রহণ করবেন না। তিনি দৃঢ় কন্ঠে আশা প্রকাশ করেন, জনতার শাসন প্রতিষ্ঠিত হবেই। জনাব জিল্লুর রহমান অর্থনৈতিক মুক্তির তাগিদে মুজিববাদ প্রতিষ্ঠার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান জনাব আব্দুর রাজ্জাক তার ভাষণে মওলানা ভাসানীর কার্যকলাপের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মওলানা ভাসানী জনতার স্বার্থ ও গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন। ইতিপূর্বে মৌলভীবাজার যাবার পথে নেতৃবৃন্দ শ্রীমঙ্গলের জনসভায় ভাষণ দেন।৩৩

রেফারেন্স: ৯ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!