বিদেশী অর্থে দালালী চলবে না- বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বন্ধ না হলে তিনি তা বন্ধ করার জন্য আন্দোলনের ডাক দিতে পারেন। এ আন্দোলন একই সাথে দালালদের বিরুদ্ধেও পরিচালিত হবে। প্রধানমন্ত্রী শুক্রবার পোস্তগোলায় ঢাকা কটন মিলস প্রাঙ্গণে এক শ্রমিক সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন। যারা কখনো গঠনমূলক চিন্তা না করে লম্বা লম্বা কথা বলে বঙ্গবন্ধু তাদের সম্পর্কে জনসাধারণকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, তারা কচ্ছপের মতো মাথা বের করেছে। বঙ্গবন্ধু বলেন, তিনি এসব লোকের সব কীর্তিকলাপ ফাস করে দেবেন। এসব লোক সক্রিয়ভাবে আইয়ুব ইয়াহিয়া সরকারের সেবা করেছে। এরা ইয়াহিয়ার পয়সা খেতো। বিদেশি শক্তির টাকা পেয়ে দালালরা আবার চাঙ্গা হয়েছে এবং একই তৎপরতা শুরু করেছে। তিনি বলেন, বিপুল সমস্যার বোঝা নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। সবে মাত্র চার মাস। আর এই অল্প সময়ে সাফল্যের সাথে বহু সমস্যার মোকাবেলা করেছে। তিনি জিজ্ঞেস করেন, মানুষ কি নির্ভয়ে চলাচল করেন, বাস রেল চলে না? সমবেত জনতা হ্যা সূচক জবাব দেন। এরপর বঙ্গবন্ধু বলেন, অথচ মাত্র চার মাসেই এসব লোক সরকারের বিরুদ্ধে প্রচার শুরু করেছে।
রেফারেন্স: ৫ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ