You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর স্নেহের পরশে

বাংলাদেশ সেক্রেটারিয়েট ভবনের সামনে এক আবেগময় দৃশ্যের অবতারণ্য হয়। সুরক্ষিত সেক্রেটারিয়েট ভবনের তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটউটের কয়েক শত ছাত্রী প্রবেশের চেষ্টা করলে সেন্ট্রিকর্তৃক বাধাপ্রাপ্ত হয়। কিন্তু বঙ্গবন্ধু তাদের বাধা দেননি। হাসিমুখে তিনি তাদের ডেকে পাঠান। খবরে প্রকাশ, পলিটেকনিকে ছাত্রীরা তাদের দাবি-দাওয়া পেশ করার জন্য বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করতে মিছিল করে সেক্রেটারিয়েট ভবনে আসে। কিন্তু তাদের ঢুকতে দেয়া হয় না। এই সময় আওয়ামী লীগের চীফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন সেক্রেটারিয়েট ভবনে আসছিলেন। তিনি মিছিলকারী কয়েকজন ছাত্রীকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে যান। বঙ্গবন্ধু সব শুনে বাইরে প্রচণ্ড রোদে অপেক্ষামান ছাত্রীদের ভবনে প্রবেশের অনুমতি দেন। এতে ছাত্রীরা উল্লাসে ফেটে পড়ে এবং বিভিন্ন স্লোগানে বঙ্গবন্ধুকে অভিনন্দন জানায়। বঙ্গবন্ধু তাদের কাছে গিয়ে তাদের দাবিগুলো বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। শুধু তাই নয় তিনি মন্ত্রী কর্মকর্তা এবং অন্যান্যদের গাড়ি করে ছাত্রীদের পৌছে দেওয়ার আদেশ দেন।

রেফারেন্স: ৪ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!