You dont have javascript enabled! Please enable it! 1972.05.02 | ৭ জুন থেকে সমাজবিরোধীদের বিরুদ্ধে লাল বাহিনীর শুদ্ধি অভিযান | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

৭ জুন থেকে সমাজবিরোধীদের বিরুদ্ধে লাল বাহিনীর শুদ্ধি অভিযান

জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান ঘোষণা করেন যে, আগামি ৭ জুন থেকে লাল বাহিনীর এক লাখ সদস্য সমাজবিরোধীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করবে। তিনি বলেন, সারাদেশে ব্যাপক শুদ্ধি অভিযানের জন্যে লাল বাহিনীর এক লাখ সদস্য ছাড়াও আওয়ামীলীগ ও ছাত্রলীগের আরো দু’লাখ সেচ্ছাসেবী নিয়ে বাহিনী গঠন করা হয়েছে। সোমবারে ঢাকার ঐতিহাসিক মে দিবসের এক বিরাট সমাবেশে বক্তৃতাকালে শ্রমিক নেতা জনাব আব্দুল মান্নান এ কথা ঘোষণা করেন। তিনি বলেন, সমাজ থেকে সমাজ বিরোধী তৎপরতা সম্পূর্ণ নির্মূল করার জন্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের শিল্প বাণিজ্য ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করে উৎপাদনের পূর্ণ পর্যায় চালু করার জন্যে সব রকমের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সোমবার ঐতিহাসিক মে দিবসে পল্টন ময়দানে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের এক বিরাট জনসভায় বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েমের দৃঢ় সঙ্কল্প ঘোষণা করা হয়। এ ছাড়া সভায় বাংলাদেশে শ্রমিক কৃষক রাজ প্রতিষ্ঠার জন্যে মেহনতি মানুষের জন্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়। জাতীয় শ্রমিক লীগের সভাপতি মওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও গণপরিষদ সদস্য জনাব আব্দুল মান্নান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সেক্রেটারি ও গণপরিষদ সদস্য জনাব তোফায়েল আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান এবং আদমজি জুটমিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব সাইদুল হক বক্তৃতা করেন। শহর ও শহরতলীয় শিল্প কারখানা থেকে শ্রমিকগণ মিছিল করে এসে জনসভায় যোগদান করেন। জনাব আব্দুল মান্নান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করতে বদ্ধপরিকর । কৃষকলীগ গঠনের জন্যে আমরা বঙ্গবন্ধুকে প্রস্তাব করবো এবং তার ঘোষিত চার নীতির ভিত্তিতে শ্রমিক কৃষকের দাবি আদায়ের সংগ্রাম চালিয়ে যাবো। বঙ্গবন্ধুর নেতৃত্বে তিন বছরের মধ্যে সমাজ প্রতিষ্ঠা করে আমরা শোষণহীন সমাজ গড়ে তুলবো।

রেফারেন্স: ২ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ