You dont have javascript enabled! Please enable it! 1972.05.01 | ভারত ও বাংলাদেশের মধ্যে নৌ-চলাচল চুক্তি স্বাক্ষরিত হচ্ছে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

ভারত ও বাংলাদেশের মধ্যে নৌ-চলাচল চুক্তি স্বাক্ষরিত হচ্ছে

নয়াদিল্লি। ভারত ও বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ নৌ-চলাচল সম্পর্কে দু’দেশের মধ্যে খুব শীগগিরই একটি চুক্তি সম্পাদিত হচ্ছে। পাকিস্তান ও ভারতের মধ্যে আগে এই সম্পর্কে একটি চুক্তি হয়েছিল। কিন্তু ১৯৬৫ সালে পাকিস্তান ভারত আক্রমণ করার পরে তা বাতিল হয়ে যায়। এ চুক্তিটি পূর্বাঞ্চল বর্তমানে বাংলাদেশের জন্য প্রযোজ্য ছিল। জাহাজ ভিড়ান, মেরামত এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য ভারত বছরে পাকিস্তানকে ১০ কোটি টাকা দিত। প্রস্তাবিত ভারত-বাংলাদেশ চুক্তিটি দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করবে এবং বাংলাদেশ কর্মসংস্থানের সুযোগ করে দিবে।

রেফারেন্স: ১ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ