ধানমন্ডিতে আজিমপুর ও ধানমন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের এক যুক্তসভায় আওয়ামী লীগ নেতা কর্তৃক সকল রাজবন্দীর মুক্তি দাবী
গত ২৬ শে জুন ধানমন্ডিতে আজিমপুর ও ধানমন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের এক যুক্তসভা অনুষ্ঠিত হয়। জনাব কামাল বখত উক্ত সভায় সবাপতিত্ব করেন।
সভায় গৃহীত প্রস্তাবে শেখ মুজিবর রহমানসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী করা হয়।
যুক্তসভায় গৃহীত অপর এক প্রস্তাবে প্রদেশের বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বন্যাদুর্গতদের জন্য দ্রুত পর্যাপ্ত সাহায্য দান ও পুনর্বাসনের দাবী জানানাে হয়।
অপর এক প্রস্তাবে প্রদেশের সর্বত্র চাউল ও নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের দ্রুত মূল্যবৃদ্ধি জনসাধারণের ক্রয়ক্ষমতার উর্দ্ধে চলিয়া যাওয়ায় সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং অতিসত্বর প্রদেশের সৰ্ব্বত্র পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার দাবী করা হয়।
সভায় ইত্তেফাক সম্পাদক জনাব তফাজ্জল হােসেনের গ্রেফতার ও নিউ নেশন প্রিন্টিং প্রেসের বিরুদ্ধে গৃহীত সরকারী কর্মপন্থার তীব্র প্রতিবাদ জ্ঞাপন করা হয় এবং এই মূহুর্তে জনাব তফাজ্জল হােসেনের মুক্তি ও নিউ নেশন প্রিন্টিং প্রেসের উপর আরােপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবী করা হয়। সভায় ঢাকাসহ প্রদেশের সকল স্থান হইতে ১৪৪ ধারা প্রত্যাহার ও পাকিস্তান প্রতিরক্ষা আইন। প্রত্যাহারের দাবী করা হয়।
যুক্তসভায় ৭ই জুনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শােকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানাে হয়। ইহা ব্যতীত ১৭ই, ১৮ই ও ১৯শে জুন জুলুমুবিরােধী দিবসে প্রকৃতকাৰ্য্যতার জন্য জনসাধারণকে অভিনন্দন জানানাে হয়।
সভায় ৬-দফা দাবী আদায়ের সংগ্রামে আরও অধিক নির্যাতনের মােকাবিলায় প্রস্তুত থাকার জন্য কর্মী ও জনগণের প্রতি অনুরােধ জানানাে হয়।
সংবাদ, ২৯ জুন ১৯৬৬