ছাত্র নেতৃবৃন্দের বিবৃতিতে রাজবন্দীদের মুক্তি দাবী
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি জনাব বােরহান উদ্দীন, সাধারণ সম্পাদক আশরাফুদ্দৌলা পাহলােয়ান, সলিমুল্লাহ হলের সহ-সভাপতি মােহাম্মদ ইব্রাহীম, ইকবাল হলের সহ-সম্পাদক আলী হায়দার খান, সাধারণ সম্পাদক মােহাম্মদ ইয়াহিয়া, ফজলুল হক ছাত্র-হলের সহ-সভাপতি আমিনুর রশিদ, রােকেয়া হলের সহ-সভানেত্রী রওশন আখতার বানু, সাধারণ সম্পাদিকা আখতার জাহান বেগম, ছাত্রলীগের আবদুর রাজ্জাক, ছাত্রশক্তির আনিসুর রহমান, ছাত্র ইউনিয়নের রাশেদ খান মেনন ও মতিয়া চৌধুরী এক যুক্ত বিবৃতিতে রাজবন্দীদের মুক্তি দাবী করেন এবং ১৩ই মে শুক্রবার ধর্মঘট আহ্বান করেন।
দৈনিক পাকিস্তান, ১২ মে ১৯৬৬