You dont have javascript enabled! Please enable it! 1966.05.11 | আওয়ামী লীগ নেতৃবৃন্দের গ্রেফতারে চট্টগ্রামে ক্ষোভ প্রকাশ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগ নেতৃবৃন্দের গ্রেফতারে চট্টগ্রামে ক্ষোভ প্রকাশ

গত ৯ই মে চট্টগ্রামে আওয়ামী লীগ অফিসে এক সভায় নেতৃবৃন্দের গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করিয়া শীঘ্রই তাঁহাদের মুক্তি দাবী করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডাঃ সৈয়দুর রহমান চৌধুরী। সভায় বিভিন্ন বক্তা সরকারের দমননীতির কঠোর সমালােচনা করিয়া এই অভিমত ব্যক্ত করেন যে, দেশবাসীর ন্যায্য দাবী প্রতিফলন করিয়া যদি কারাবরণ করিতে হয়, তবে কারাবরণের জন্য এই দেশে লােকের অভাব হইবে না। তাহারা অবিলম্বে আটক নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন।