You dont have javascript enabled! Please enable it! 1966.05.11 | আওয়ামী লীগ নেতৃবৃন্দের গ্রেফতারে যশােরে প্রতিবাদ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগ নেতৃবৃন্দের গ্রেফতারে যশােরে প্রতিবাদ

আওয়ামী লীগ নেতৃবৃন্দের গ্রেফতারের তীব্র নিন্দা ও আটক নেতাদের মুক্তি দাবী করিয়া যশাের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এক বিবৃতি দিয়াছেন। বিবৃতিতে তাঁহারা বলেন, নিপীড়িত মানুষের দাবীই শেখ মুজিব তুলিয়া ধরিয়াছেন। এই কারণে সরকার তাঁহাদের কারান্তরালে নিক্ষেপ করিয়াছেন। কিন্তু ক্ষমতাসীনদের ইহা বুঝা প্রয়ােজন যে, দমননীতি প্রয়ােগ করিয়া কোন শাসনকগােষ্ঠীই মানুষের ন্যায্য দাবী প্রতিহত করিতে পারে নাই। সুতরাং সরকার যে পথে অগ্রসর হইয়াছেন, তাহা পরিত্যাগ করিয়া সত্যকে উপলব্ধি করিতে প্রয়াসী হইলে দেশবাসীর জন্য মঙ্গলজনক হইবে। বিবৃতিতে স্বাক্ষরদান করেন মেসার্স আবদুর রশীদ, এ. এম, রওশন আলী বি. এল, সৈয়দ আতর আলী, সােহরাব হােসেন এল. এল. বি, আফছার উদ্দীন আহম্মদ, খােন্দকার আব্দুর হাফিজ, এল. এল. বি, জে. কে. এম. আবদুল আজীজ ও আলহাজ নূর বখশ।