You dont have javascript enabled! Please enable it! 1967.03.09 | দুস্থমার কৃষকদের উপর হইতে কাটি ট্যাক্স প্রত্যাহারের দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

দুস্থমার কৃষকদের উপর হইতে কাটি ট্যাক্স প্রত্যাহারের দাবী

চট্টগ্রাম, ৮ই মার্চ (সংবাদদাতা)–সম্প্রতি হাটহাজারী থানার সমিতির হাটে আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সদ্যকারামুক্ত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব আঃ আজিজ বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিবর রহমান ও জনাব তফাজ্জল হােসেনসহ বিনাবিচারে আটক রাজবন্দীদের মুক্তির দাবীতে বিরােধী দলগুলি কর্তৃক সম্মিলিতভাবে একটি বন্দীমুক্তি দিবস পালনের উপর গুরুত্ব আরােপ করিয়া বলেন যে, বহু দেশপ্রেমিক রাজনৈতিক নেতা, কর্মী ও সাংবাদিক আজ কারাপ্রাচীরের অন্তরালে দুর্বিষহ জীবনযাপন করিতেছেন। তিনি দলীয় গণ্ডীর সীমারেখা পরিহার করিয়া মানবতার খাতিরে এইসব দেশপ্রেমিকের বন্দীজীবন অবসানের দাবীতে নিয়মতান্ত্রিক পন্থায় গণআন্দোলন শুরু করার জন্য সুস্পষ্ট ও শক্তিশালী কর্মসূচী গ্রহণের জন্য আহ্বান জানান।
জনাব আজিজ বন্যা ও দুর্ভিক্ষকবলিত উপকূলবর্তী এলাকাসমূহের সর্বহারা মানুষকে বাঁচাবার প্রশ্নে লবণের উপর হইতে সমুদয় ট্যাক্স প্রত্যাহারের দাবী জানান। তিনি দুস্থমার কৃষকদের উপর হইতে কাটি ট্যাক্স প্রত্যাহারের দাবী জানান।

সংবাদ, ৯ মার্চ ১৯৬৭