You dont have javascript enabled! Please enable it!

ঐতিহাসিকদের জন্য মুক্তিযুদ্ধের তথ্যাদির সংকলন অত্যাবশ্যক- রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি জনাব আবু সাইদ চৌধুরী গত বুধবার বলেন যে, সঠিক দৃষ্টিভঙ্গিতে আমাদের মুক্তি সগ্রামের ব্যাপকতা ও গভীরতা মূল্যায়নের উদ্দেশ্যে পত্র-পত্রিকায় প্রকাশিত সমসাময়িক তথ্যাদির সংকলন ঐতিহাসিকদের জন্য অত্যাবশ্যক। রাষ্ট্রপতি “ষ্টেটসম্যান” পত্রিকার প্রাক্তন সম্পাদক পরলোকগত পি, এন, গুহের কন্যা মিসেস শোভা দত্তের সাথে আলোচনাকালে উক্ত অভিমত প্রকাশ করেন। মিসেস শোভা দত্ত সংবাদপত্রে প্রকাশিত মুক্তি সংগ্রামের খবরের কাটিং সম্বলিত কয়েকখণ্ড সংকলন প্রেসিডেন্ট জনাব আবু সাইদ চৌধুরীকে উপহার প্রদান করেন। ১৯৭১ সালে মার্চ মাসে মুক্তি সংগ্রাম শুরু হওয়ার সময় হতে গত জানুয়ারি মাস বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন পর্যন্ত বিভিন্ন সংবাদপত্রের কার্টিং তিনি সংকলন করেন। রাষ্ট্রপতি মিসেস দত্তের ধৈর্য ও শ্রমের প্রশংসা করেন। তিনি জানান যে, ভবিষ্যৎ ঐতিহাসিকদের জন্য তিনি মিসেস দত্তের সংকলন- কর্ম বঙ্গভবনের গ্রন্থাগারে রাখবেন। রাষ্ট্রপতি জনাব আবু সাইদ চৌধুরী বুধবার ভারতের রাষ্ট্রপতি, সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ময়মনসিংহ জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জ্ঞাপন করে ভারতীয় রাষ্ট্রপতি যে বাণী প্রেরণ করেছেন, তার জবাবে জনাব আবু সাইদ চৌধুরী কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই তারবার্তা প্রেরণ করেন।

রেফারেন্স: ৬ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!