You dont have javascript enabled! Please enable it!

ভুট্টো বঙ্গবন্ধুর সাথে দেখা করতে চান

ভারত ও পাকিস্তানে সুইজারল্যান্ডের বিশেষ দূত হেররেনে কেলার গত শুক্রবার এখানে বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎকারে মিলিত হয়ে দুই দেশের বিভিন্নতা সম্পর্কে আলোচনা করতে চান বলে তিনি মনে করেন। ভারত ও পাকিস্তানে দুই সপ্তাহ যাবৎ সফর করে হেররেনে কেলার বার্ণে প্রত্যাবর্তন করেছেন। ভারত ও পাকিস্তান যুদ্ধবন্দিদের প্রতি আচরণ প্রদর্শনের ক্ষেত্রে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন মেনে চলছে কিনা, তা সরেজমিনে প্রত্যক্ষ করার জন্যই সুইজারল্যান্ডের বিশেষ দূত ভারত ও পাকিস্তান সফরে গমন করেছিলেন। তিনি আরও জানান যে, ভারত ৯৩০০০ পাকিস্তানি যুদ্ধবন্দিকে ভালভাবেই দেখাশুনা করছে।

রেফারেন্স: ৮ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!