You dont have javascript enabled! Please enable it! 1972.04.10 | বাঙালিদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে- বঙ্গবন্ধু - সংগ্রামের নোটবুক

বাঙালিদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে- বঙ্গবন্ধু

গণপরিষদের প্রথম অধিবেশনে পাকিস্তানে আটক বাঙালিদের ফিরিয়ে আনার প্রশ্নটি উত্থাপিত হয়। নোয়াখালীর জনাব নুরুল হক বাঙালিদের ফিরিয়ে আনার দাবির ব্যাপারে একটি প্রস্তাব গ্রহণের সুপারিশ করেন। জবাবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে, সরকার এই ব্যাপারে সম্পূর্ণ সজাগ। তিনি পরিষদকে আশ্বাস দেন যে, এই ব্যাপারে সরকার যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু উল্লেখ করেন যে, তিনি ইতোমধ্যেই পাকিস্তানে আটক বাঙালিদের ফেরত আনার প্রশ্নে বিশ্বে প্রায় সকল রাষ্ট্র প্রধানের নিকট ব্যক্তিগতভাবে চিঠি লিখেছেন।

রেফারেন্স: দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ
বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও বেবী মওদুদ সম্পাদিত, পৃ:২১-২৩