শাসনতন্ত্রের খসড়া রচনার জন্য ৩৪ সদস্য কমিটি গঠন
গণতান্ত্রিক পদ্ধতি ও ঐতিহ্যের প্রতি আস্থার স্বাক্ষর রেখে মুক্ত বাংলার সার্বভৌম গণপরিষদের প্রথম অধিবেশন মঙ্গলবার সমাপ্ত এবং দুই দিনব্যাপী অধিবেশন শেষে পরিষদ অনিদিষ্ট কালের জন্য মুলতবী ঘোষণা করা হয়েছে। পরিষদের গত দুইদিনে সাড়ে ৫ ঘণ্টাকাল অধিবেশনে শাসনতন্ত্রের খসড়া রচনার জন্য ৩৪ সদস্য বিশিষ্ট গুরুত্বপূর্ণ কমিটিসহ চারটি কমিটি গঠন করা হয়। ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত শাসনতন্ত্র কমিটি আগামি ১০ জুন এর মধ্যে খসড়া শাসনতন্ত্র সম্পর্কে বিলের আকারে রিপোর্ট পেশ করবেন। পরিষদ গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাকে অনুমোদন করেন। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, স্বাধীনতার এই ঘোষণা গত বৎসরের ১০ এপ্রিলে মুজিব নগরে ঐতিহাসিক সম্মিলনেও সমর্থন করা হয়। পরিষদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গতকাল তাঁর ভাষণে স্পীকার ও সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অধিবেশনে চারটি বিভিন্ন কমিটি গঠন ছাড়াও পরিষদের জন্য চেয়াম্যানের প্যানেল ঠিক করা হয়। ১০ জুন এর মধ্যে শাসনতন্ত্র প্রণয়ন কমিটিকে তাদের খসড়া বিল আকারে দাখিল করতে বলা হয়েছে। গণ-পরিষদের স্পীকার শাহ আবদুল হামিদ গতকালের অধিবেশনে সভাপতিত্ব করেন। দুই ঘণ্টা। স্থায়ী অধিবেশনে গতকাল প্রাণবন্ত আলোচনা হয়। দুইদিনের অধিবেশনে গণ-পরিষদের স্পীকার শাহ আবদুল হামিদকে চার ঘণ্টা হাতুড়ি পিটিয়ে পরিষদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়।
রেফারেন্স: ১১ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ