You dont have javascript enabled! Please enable it!

বিশ্ববিবেকের প্রতি আকুল আবেদন, আটক বাঙালিদের ফেরত পাঠাতে বাধ্য করুন- রাষ্ট্রপতি

পাকিস্তানে আটক বাঙালিদের স্বদেশ ফেরত পাঠাবার ব্যাপারে পাকিস্তান সরকারের একগুয়ে মনোভাব সম্পর্কে বিশ্ববিবেককে জাগ্রত করার জন্য রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী এক আবেদন জানান। পাকিস্তানের বন্দি শিবিরে অবস্থানরত উদ্বেগাকুল বাঙালি পাকিস্তান সরকার মুক্তি না দিলে সেখানে আর একটি মানবিক বিপর্যয় সংগঠিত হতে পারে বলে রাষ্ট্রপতি আশঙ্কা প্রকাশ করেন। গত সোমবার। সকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি, ওথমার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলে তিনি এই আশঙ্কার কথা বলেন। এখন বাঙালিদের বন্দি শিবিরে রাখা হয়েছে এবং তাদের ওপর নির্যাতন করা হচ্ছে বলে তিনি। করেন। তিনি বলেন, বাংলাদেশে ইতিহাসের জঘন্যতম নরহত্যার দায়ে অভিযুক্ত যুদ্ধবন্দির সংঘ নিরাপরাধী বাঙালিদের কোনো সম্পর্ক নাই। পাকিস্তান যদি বিশ্ববিবেকের প্রতি এতটুকু সম্মান প্রদর্শন করত তবে পাকিস্তানে আটক অসহায় বাঙালিদের নির্যাতন ভোগ করতে হতো না। রাষ্ট্রপতি বলেন যে, তা সত্ত্বেও বিশ্ববিবেককে জাগরিত করে তুলতে হবে যাতে পাকিস্তান বাঙালিদের স্বদেশে ফেরত পাঠাতে বাধ্য হয়।

রেফারেন্স: ১১ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!