You dont have javascript enabled! Please enable it! 1972.04.13 | সাড়ে সাত কোটি মানুষের সার্বিক মুক্তির জন্যই আমরা সংগ্রাম করেছি | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সাড়ে সাত কোটি মানুষের সার্বিক মুক্তির জন্যই আমরা সংগ্রাম করেছি

চৌমুহনী। বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি জনাব নূরে আলম সিদ্দিকী আজ এখানে বলেন যে, আওয়ামী লীগকে ক্ষমতায় অধিষ্ঠিত করা অথবা ভৌগোলিক শুধু স্বাধীনতা অর্জনের জন্যই আমরা সংগ্রাম করি নাই। বরং বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের সার্বিক মুক্তির জন্যই আমরা সংগ্রাম করেছিলাম। ছাত্রলীগ সভাপতি আজ এখানকার রেলওয়ের মাঠে এক বিরাট জনসভায় ভাষণ দিচ্ছিলেন। জনাব সিদ্দিকী ঘোষণা করেন যে, অসৎ, কালোবাজারী ও রাজাকার-আলবদরদের কোনো রকম প্রশ্রয়দানের চেষ্টাকে বাংলাদেশ প্রতিহত করবে। তিনি বলেন যে, বঙ্গবন্ধু বিঘোষিত নীতির বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ ব্যবস্থা অবলম্বিত না হলে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। পাকিস্তানে আটককৃত বাঙালিদের স্বদেশে ফিরিয়ে আনার ব্যাপারে ছাত্রলীগ সভাপতি বলেন, বিশ্বের কোনো শক্তি তাদেরকে আটকে রাখতে পারবে না। তাদেরকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। চিকিৎসা সংক্রান্ত সুবিধাদি প্রসঙ্গে তিনি বলেন যে, উচ্চ শিক্ষিত না হলেও অন্ততপক্ষে প্রতিটি ইউনিয়নে জনসাধারণের স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন করে ডাক্তার নিয়োগ করতে হবে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে জনাব সিদ্দিকী বলেন যে, শ্রমিকরা তাদের পরিশ্রমের নায্য পারিশ্রমিক পাবেন। যদি তারা অতিরিক্ত দাবি করেন তবে বাংলাদেশ ছাত্রলীগ তা সমর্থন করবে না। তিনি। বলেন, জাতীয়করণের অর্থ এই নয় যে, শ্রমিকরাই মিল ও ফ্যাক্টরীর মালিক হবেন। প্রকৃত প্রস্তাবে। জাতীয়করণের মাধ্যমে জনসাধারণই সম্পত্তির মালিক হয়। শিক্ষা প্রসঙ্গে জনাব নূরে আলম সিদ্দিকী। গৃহ নির্মাণ ঋণদান সংস্থার অনুরূপ শিক্ষা সংক্রান্ত ঋণদান সংস্থা গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান। জানান। ছাত্রলীগ সভাপতি সরকারের প্রতি নোয়াখালীতে “নিরাপত্তামূলক” বাসস্থান নির্মাণের প্রতি সরকারের প্রতি আহ্বান জানান, যাতে কোনোরূপ প্রাকৃতিক বিপর্যয়ের সময় জনসাধারণ নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারে। এই পরিকল্পনায় নোয়াখালীবাসিদেরকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। সঙ্গে সরকারকে সাহায্যের হস্ত সম্পসারিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। জনাব হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা অন্যান্যের মধ্যে জনাব আবদুর রাজ্জাক, ইসমত কাদের ও মমতাজ বেগমও বক্তৃতা করেন।

রেফারেন্স: ১৩ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ