বর্ষার আগেই ১০ কোটি ডলারের জরুরি কর্মসূচির বাস্তবায়ন প্রয়োজন
জাতিসংঘ। জাতিসংঘ কর্তৃক নিয়োজিত উচ্চ পর্যায়ের উপদেষ্টা গ্রুপ বর্ষা শুরুর পূর্বেই বাংলাদেশে ১০ কোটি ডলারের একটি জরুরি কর্মসূচি বাস্তবায়নের সুপারিশ করছেন। গ্রুপের চেয়ারম্যান নয়াদিল্লিস্থ অষ্ট্রিয় রাষ্ট্রদূত মিসেস এরনা সেইলার এখানে এই কথা প্রকাশ করেন। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, তার গ্রুপের মতে বাংলাদেশে ভবিষ্যতে কয়েক বৎসর বৈদেশিক সাহায্যদান অব্যাহত রাখতে হবে। মিসেস সেইলার বলেন, তিনি আগামি সপ্তাহের শেষভাগে ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের হাতে গ্রুপের রিপোর্ট ব্যক্তিগতভাবে হস্তান্তর করবেন। দুই অংশে বিভক্ত রিপোর্টটি সদস্য সরকারগুলির নিকট প্রেরণ করা হবে। রিপোর্টে বাংলাদেশে রিলিফ কাজে সাহায্য ও অর্থনীতি পুনর্বাসনে সুপারিশ করা হবে বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘ, তার বিভিন্ন সংস্থা এবং বিশ্বব্যাংক হতে কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে ১৮ সদস্য বিশিষ্ট গ্রুপ গঠন করা হয়েছে। বাংলাদেশ ত্রাণ, পুনর্বাসন ও পুননির্মাণের কাজ নিরূপণই এই গ্রুপ গঠনের উদ্দেশ্য। মিসেস সেইলার বলেন, অবিলম্বে খাদ্য, পরিবহন, সার, কীটনাশক ঔষধ, বীজ প্রভৃতি সরবরাহ করাই এখন জরুরি প্রয়োজন। তিনি বলেন, বর্ষা শুরুর আগেই কৃষকদের হাতে এইগুলি পৌঁছাতে হবে।
রেফারেন্স: ১৫ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ