You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশে রেস ও মদ্যপান বন্ধ

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বলেন যে, ঘোড়দৌড় এবং মদ্যপান হতে দেশ অথবা জাতির কোনো উপকার সাধিত হয় না। সুতরাং বাংলাদেশে এসব সামাজিক পাপের অস্তিত্ব থাকবে । রবিবার সকালে ঢাকায় ঘোড়দৌড় কর্মচারী ইউনিয়নের সদস্যরা তাদের সমস্যাদি সম্পর্কে আলাপ-আলোচনার উদ্দেশ্যে গণভবনে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করলে তিনি তাদের এই মর্মে জানান। যে, বাংলাদেশে চিরদিনের মতো ঘোড়দৌড় বন্ধ করা হয়েছে, তবে ঘোড়দৌড় কর্মচারীদের বিভিন্ন মিল ফ্যাক্টরী এবং পাত্রে কাজে নিয়োগ করার ব্যবস্থা করা হবে। বঙ্গবন্ধু বলেন যে, পাকিস্তানিরা। ঘোড়দৌড়, মদ্যপান ইত্যাদি বিভিন্ন সামাজিক অপরাধমূলক কার্যের দ্বারা অনেক পরিবারে অশান্তি ডেকে এনেছিল। ঘোড়দৌড় কর্মচারী ইউনিয়নের সদস্যদের চাকুরিতে পুনর্বাসন প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেন যে, তার সরকার দেশে অধিক চাকুরী সংস্থানের জন্য সম্ভাব্য সর্ব প্রকার প্রচেষ্টা চালাচ্ছেন। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য, সাপ্তাহিক ছুটির দিন রবিবারে বঙ্গবন্ধু তার সরকারি কাজকর্ম থেকে অনেকটা দূরে থাকেন এবং তার সঙ্গে সাক্ষাৎপ্রার্থী নারী-পুরুষ যুবক বৃদ্ধ এবং বিভিন্ন সংস্থার সদস্যদের অভাব অভিযোগের কথা শ্রবণ এবং প্রয়োজনীয় উপদেশ প্রদান করে থাকেন।

রেফারেন্স: ১৬ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!