You dont have javascript enabled! Please enable it! 1972.04.18 | বাংলাদেশে ভারতের সাহায্য অব্যাহত থাকবে- ইন্দিরা | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বাংলাদেশে ভারতের সাহায্য অব্যাহত থাকবে- ইন্দিরা

নয়াদিল্লি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আজ বাংলাদেশের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব এ, এইচ, এম, কামারুজ্জামানকে বাংলাদেশের পুনর্গঠন কাজে প্রয়োজনীয় সাহায্য দান অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বলে মনে করা হচ্ছে। শ্রীমতি গান্ধী এই মর্মে আস্থা প্রকাশ করেন যে, ভারতের সাহায্যে বাংলাদেশ বিরাট পুনর্গঠনের কাজ চালিয়ে যেতে সক্ষম হবে। জনাব কামারুজ্জামান উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে শ্রীমতী গান্ধীর সাথে আলোচনা করেন। ভারত-পাকিস্তানের পরিকল্পিত দূত পর্যায়ের বৈঠক সম্পর্কে তারা আলোচনা করেছেন বলে মনে করা হচ্ছে। সকালে জনাব কামারুজ্জামান মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

রেফারেন্স: ১৮ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ