You dont have javascript enabled! Please enable it!

সোভিয়েত-বন চুক্তি অনুমোদিত না হলে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটবে- সুসলভ

মস্কো। সোভিয়েত ইউনিয়ন এই মর্মে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, ১৯৭১ সালে ১২ আগষ্ট সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম জার্মানির মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি যদি পশ্চিম জার্মান পরিষদে (বান্দেষ্টাং-এ) অনুমোদিত না হয়, তবে মস্কো এবং বনের মধ্যে রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটবে। রাজনৈতিক ব্যুরোর অন্যতম প্রভাবশালী সদস্য মিঃ মাইকেল সুসলভ সুপ্রীম সোভিয়েতের বৈদেশিক সম্পর্ক কমিটিতে ভাষণদানকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বলে তাস জানিয়েছে। মিঃ সুসলভ বলেন যে , বান্দেষ্টাং (পশ্চিম জার্মান পরিষদ ) যদি চুক্তিটি অনুমোদন না করে তবে, বন মস্কোর আস্থা হারাবে, এবং সঙ্গে সঙ্গে তাঁদের একজন অর্থনৈতিক সহযোগিতাকেও হারাতে হবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য , সোভিয়েত ইউনিয়নের উভয় পরিষদের বৈদেশিক সম্পর্ক কমিটিতে মস্কো বন চুক্তিটি সর্বসম্মতভাবে অনুমোদন লাভ করেছে।

রেফারেন্স: ১৮ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!