You dont have javascript enabled! Please enable it! 1972.04.20 | পাকিস্তানে আটক বাঙালিদের স্বদেশে প্রত্যাবর্তণ প্রসঙ্গে রাষ্ট্রপতির গুরুত্ব আরোপ | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

পাকিস্তানে আটক বাঙালিদের স্বদেশে প্রত্যাবর্তণ প্রসঙ্গে রাষ্ট্রপতির গুরুত্ব আরোপ

পাকিস্তানে বন্দি শিবিরে অসহায় বাঙালিদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, তা হতে পাকিস্তানকে বিরত থাকার জন্য প্রেসিডেন্ট বিচারপতি আবু সাঈদ চৌধুরী বিশ্বজনমত জাগরিত হবার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল মি. রমেশ চন্দ্র প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। হেলোসিঙ্কিতে অবস্থিত সদর দফতরসম্পন্ন বিশ্ব শান্তি পরিষদের সহযোগিতার প্রশংসা করে প্রেসিডেন্ট বলেন যে, তিনি যখন বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসাৰে ফিনল্যান্ড সফর করেছিলেন, তখন তিনি প্রানঢালা সহযোগিতা লাভ করেছিলেন। প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেলকে দেশ বর্তমানে যে সব সমস্যার সম্মুখীন, সে সম্পর্কে অবহিত করেন। পাকিস্তানে অবৈধভাবে আটককৃত বাঙালিদের প্রত্যাবর্তনের প্রসঙ্গে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

রেফারেন্স: ২০ এপ্রিল ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ