ত্রিপলীতে বাংলাদেশের প্রথম স্বাধীনতা বার্ষিকী উদযাপিত
ত্রিপলী (লিবিয়া)। ২৭ মার্চ ত্রিপলীস্থ বাংলা সামিতির পক্ষ হতে বাংলাদেশের প্রথম স্বাধীনতা বার্ষিকী উদযাপিত হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় ত্রিপলীস্থ সমস্ত বাঙালি পরিবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শরীক হন। বাংলাদেশের জাতীয় সংগীত “ আমার সোনার বাংলা” দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা, প্রবন্ধ, আবৃত্তি, নাচ, নজরুল ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানে মহিলা ও কিশোরীরা অধিক সংখ্যায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদানের আত্মার মাগফিরাত কামনা করিয়া মোনজাত করা হয়।
রেফারেন্স: ২০ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ