You dont have javascript enabled! Please enable it! 1969.02.11 | রাজশাহীতে বিরাট ছাত্রসভা | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

দৈনিক পাকিস্তান
১১ই ফেব্রুয়ারি ১৯৬৯
রাজশাহীতে বিরাট ছাত্রসভা
(নিজস্ব সংবাদদাতা প্রেরিত)

রাজশাহী, ৯ই ফেব্রুয়ারী।- সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটির আহ্বানে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-শপথ দিবস পালন করে এবং এ উপলক্ষে মিছিল, পথসভা ও জনসভার আয়োজন করে। শপথ দিবস উপলক্ষে বিকেলে স্থানীয় ভুবণ মোহন পার্কে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। রাস্কোর সহসভাপতি জনাব আবদূর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় ছাত্রদের ১১ দফা দাবী আদায়ের জন্য সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় সংকল্প প্রকাশ করা হয়। জনাব আবদুর রহমান সভাপতির ভাষণে বলেন যে, ছাত্রদের ১১ দফা দাবী আদায়ের সংগ্রাম চলবেই। তিনি আপোষ আলোচনার পরিবর্তে, সংগ্রামের লক্ষ্য অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি ঘোষণা করেন যে, ১১ দফা আদায় না হওয়া পর্যন্ত ছাত্ররা বিশ্রাম নেবে না। এ কে এম জালালউদ্দীন, নূরুল আলম, গোলাম কিবরিয়া, সেকেন্দার আবু জাফর, বি, আলম, রুহুল আমিন প্রামাণিক, আনোয়ার হোসেন এবং মোঃ জালাল প্রমুখ সভায় বক্তৃতা করেন।
সভায় শেখ মুজিব, ভুট্টো, ওয়ালীখান, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, আবদুর রাজ্জাকসহ সকল রাজবন্দী ও ছাত্রনেতাদের বিনাশর্তে মুক্তি দান, আগরতলা মামলা প্রত্যাহার, ১৪৪ ধারা ও জরুরী অবস্থা প্রত্যাহার, সংবাদপত্রের স্বাধীনতা দান এবং রাজশাহী সরকারী কলেজে গুণ্ডামী বন্ধের দাবী জানান হয়।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯