You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৫ই ফেব্রুয়ারি ১৯৬৯
মুজিব-ভুট্টো-ওয়ালী ছাড়া জাতীয় সরকার গঠিত হইতে পারে না :
বিচারপতি মোর্শেদ

ঢাকা, ১৪ই ফেবরুয়ারী।-পূর্ব্ব পাকিস্তান হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি এস এম মোর্শেদ আজ এখানে বলেন যে, অন্তৰ্ব্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করা হইলে তাহাতে যদি শেখ মুজিব, জনাব ভুট্টো ও ওয়ালী খান অথবা তাঁহাদের মনোনীত ব্যক্তিদের গ্রহণ করা না হয় তাহা হইলে তাহাকে জাতীয় বলিয়া উল্লেখ করা যাইতে পারে না। পশ্চিম পাকিস্তানে ব্যাপক সফরের পর ঢাকায় প্রত্যাবর্তন করিয়া এক বিবৃতিতে তিনি ইহা জানান। জনাব মোর্শেদ পূর্ব্ব পাকিস্তানেও অনুরূপ সফর করিবেন।
তিনি বলেন যে, দেশের রাজনৈতিক পরিস্থিতিই সম্পর্কে ফলপ্রসূ আলোচনার পূর্ব্ব শর্ত হিসাবে বর্তমান সরকারের সকল প্রকার নিৰ্য্যাতনমূলক ব্যবস্থায় অবিলম্বে অবসান, শেখ মুজিব, আবদুস সামাদ আচাকজাই সহ সকল বন্দী ও রাজনৈতিক নেতার মুক্তি দিতে হইবে। তিনি দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক চাত্তান পুনঃপ্রকাশের জন্য পত্রিকা দুইটির সম্পাদকদ্বয়কে অভিনন্দন জানান।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!