You dont have javascript enabled! Please enable it! 1971.11.26 | চাটগাঁয় ৪ জন খতম - সংগ্রামের নোটবুক

চাটগাঁয় ৪ জন খতম

চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, মুক্তিবাহিনীর দুঃসাহসিক যােদ্ধারা আবার প্রকাশ্য দিবালােকে হানাদার সৈন্যদের বিরুদ্ধে প্রচন্ড সংঘর্ষে লিপ্ত হয়েছেন। গেরিলাযােদ্ধারা প্রকাশ্য দিবালােকে চাটগাঁর বিপনি বিতানের নিকট আক্রমণ চালিয়ে ২ জন পাকিস্তানী সৈন্য ও একজন অবাঙ্গালী পুলিশ খতম করেন। এই দুঃসাহসিক আক্রমণে এক তরুণ যােদ্ধা বীরের মত অশেষ শৌর্যবীর্য প্রদর্শন করে শহীদ হন। বিবিসি-র এক খবরে প্রকাশ, গত ১০ই নবেম্বর চাটগাঁ থেকে তথাকথিত উপনির্বাচনের জনৈক প্রার্থীকে গেরিলাযােদ্ধারা গুলী করে হত্যা করেন।

জয়বাংলা (১) : ২৯

২৬ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯