You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১১ই ফেব্রুয়ারি ১৯৬৯
আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভা

গতকল্য (সোমবার) বিকালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির এক সভা শেখ মুজিবর রহমানের বাসভবনে অনুষ্ঠিত হয়। কয়েক ঘণ্টা স্থায়ী এই সভায় শাসনতান্ত্রিক বিষয়ে বিরোধীদলের সংগে আলোচনার জন্য প্রেসিডেন্টের প্রস্তাব সম্বন্ধে আলোচনা করা হয়। অস্থায়ী সভাপতি সৈয়দ নজরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ (মঙ্গলবার) সকাল ১১টা পর্যন্ত সভা মুলতবী রাখা হয়।

শেখ মুজিবের সংগে সাক্ষাৎ
পূর্বাহ্নে গতকাল বিকালে ৬ জন আওয়ামী লীগ নেতা ঢাকা ক্যান্টনমেন্টে আটক দলীয় প্রধান শেখ মুজিবর রহমানের সংগে সাক্ষাৎ করিয়া দেড় ঘণ্টাকাল রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। যে ৬ জন নেতা শেখ মুজিবের সংগে সাক্ষাৎ করেন, তাহারা হইলেন সৈয়দ নজরুল ইসলাম, খোন্দকার মোশতাক আহমদ, জনাব মীজানুর রহমান চৌধুরী, এম. এন. এ জনাব এ. এইচ. এম. কামরুজ্জামান, এম. এন. এ, জনাব আবদুল মালেক উকিল ও মোল্লা জালাল উদ্দীন। -পিপিআই

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!