You dont have javascript enabled! Please enable it! 1969.02.13 | নারায়ণগঞ্জে ৬-দফা দিবস পালিত : ৬-দফার সংগ্রাম অব্যাহত রাখার শপথ গ্রহণ | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১৩ই ফেব্রুয়ারি ১৯৬৯
নারায়ণগঞ্জে ৬-দফা দিবস পালিত : ৬-দফার সংগ্রাম অব্যাহত রাখার শপথ গ্রহণ
(নিজস্ব সংবাদদাতা)

নারায়ণগঞ্জ, ১২ই ফেবরুয়ারী।—আওয়ামী লীগের আহ্বানে গতকল্য এখানে ৬-দফা দিবস পালন করা হয়। এই উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন কৰ্ম্মসূচী গ্রহণ করে। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীগণ ক্লাশ বর্জ্জন করিয়া এক শোভাযাত্রা বাহির করে এবং সরকার বিরোধী শ্লোগান দেন। সন্ধ্যায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্মীদের উদ্যোগে একটি মিছিল বাহির করা হয়। সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শেখ মুজিবের আশু মুক্তি এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবী জানান হয়। সভায় অপর এক প্রস্তাবে ৬-দফার সংগ্রাম অব্যাহত রাখিবার শপথ গ্রহণ করা হয়। গতকল্য মদনগঞ্জে অনুষ্ঠিত ছাত্রলীগের অপর এক সভায় শেখ মুজিবের মুক্তি দাবী করা হয়।

জিঞ্জিরায় ৬-দফা দিবস উদযাপিত
ঢাকা, ১২ই ফেবরুয়ারী। গতকল্য জিঞ্জিরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পূর্ণ মর্য্যাদার সহিত পূর্ব্ব বাংলার তথা সমগ্র পাকিস্তানের আপামর জনসাধারণের প্রাণের দাবী “ছয় দফা দিবস” উদযাপিত হয়। এই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মীবৃন্দ বিভিন্ন স্থানে ছয়দফার দাবী সম্বলিত প্রচারপত্র বিলি ও পথসভা করেন। সন্ধ্যায় তাঁহারা জিনজিরা ইউনিয়ন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এক কর্মী সভার আয়োজন করেন। ইহাতে সভাপতিত্ব করেন জিঞ্জিরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জনাব নুরে আলম। সাধারণ সম্পাদক অধ্যাপক জনাব মহিউদ্দিন সাহেব ছয় দফা দাবীর বিশ্লেষণ করেন। ইহা ছাড়া ছাত্রনেতা জনাব আইউব আলী, জনাব আশরাফ আলী, জনাব মনির হোসেন ও আবুল কালাম এবং আওয়ামী লীগ কর্মী জনাব রমিজ উদ্দিন প্রমুখ বক্তা ছয়দফার দাবীতে বক্তৃতা করেন। এই সভায় ডাক আহূত ১৪ই ফেবরুয়ারীর হরতালের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করা হয়। -সংবাদদাতা

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯