You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পয়গাম
১৪ই ফেব্রুয়ারি ১৯৬৯
গোল টেবিল বৈঠক মুজিবের উপস্থিতি সম্পর্কে আবুল কাসেম

ঢাকা, ১৩ই ফেব্রুয়ারী।- পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগের সাধারণ সম্পাদক জনাব আবুল কাসেম এম এন এ আজ এখানে এক বিবৃতিতে বলেন যে, শেখ মুজিবর রহমান ছাড়া কোন আলোচনা অনুষ্ঠিত হইলে তাহা পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমস্যা সমূহের সমাধানের সঙ্গে সহায়ক হইবে না।
জনাব আবুল কাসেম তাহার বিবৃতিতে বলেন যে, প্রস্তাবিত গোল টেবিল বৈঠকে শেখ মুজিবের উপস্থিতি অধিকতর ফলপ্রসূ ও কার্যকর হইবে। কারণ, তাহার অবর্তমানে আওয়ামী লীগের প্রতিনিধিদের পক্ষে কোন গুরুত্বপূর্ণ ব্যাপারে চূড়ান্ত মতামত জ্ঞাপন করা কঠিন হইবে।
জনাব কাসেম মওলানা ভাসানীকে উপেক্ষা না করার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। তিনি মওলানাকে ডাক-এর সঙ্গে অথবা পৃথকভাবে আমন্ত্রণ জানাইবার জন্য প্রেসিডেন্টের কাছে প্রস্তাব করেন। —পিপিআই।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!