You dont have javascript enabled! Please enable it!

সমগ্র বাংলাদেশব্যাপী মুক্তিবাহিনীর বিজয় অভিযান অব্যাহত

মুক্তিবাহিনীর সদর দফতর থেকে প্রাপ্ত খবরে প্রকাশ, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সমগ্র বাংলাদেশে মুক্তিবাহিনীর গেরিলাযােদ্ধারা অতর্কিত আক্রমণ চালিয়ে ব্যাপকভাবে হানাদার সৈন্য খতম করেন। ময়মনসিংহে দুর্বার আক্রমণ গেরিলা যােদ্ধারা ময়মনসিংহে ও যশাের এলাকায় সরকারী গুদামে আগুন লাগিয়ে দেন। ফলে দখলদারদের ৮ হাজার মণ পাট ভস্মীভূত হয়। ময়মনসিংহ রণাঙ্গনে মুক্তিবাহিনীর ক্রমাগত আক্রমণের মুখে পাকিস্তানী সৈন্যরা সন্ত্রস্ত হয়ে পড়েছে। আরাে সৈন্য সরবরাহের জন্য বেতারযােগে ক্যান্টনমেন্টে আবেদন করে শত্রুসৈন্যরা বার্তা পাঠায়। মুক্তিবাহিনী এই বার্তার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সক্ষম হন।  ময়মনসিংহের একটি এলাকাতে গেরিলা যােদ্ধাদের প্রচণ্ড আক্রমণে ৬৮ জন দস্যু সৈন্য নিশ্চিহ্ন হয়ে যায়। এই সফল আক্রমণে পাকিস্তানী সৈন্যদের ৪টি অতিকায় মটার, গানবােট ও বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র ও গােলাবারুদ মুক্তিবাহিনী দখল করেন। নােয়াখালী থেকে জয়বাংলার নিজস্ব প্রতিনিধি জানাচ্ছেন যে, গত ২৯শে অক্টোবর স্বাধীনতাকামী দুঃসাহসিক যােদ্ধারা ফেণীর বিলােনিয়াতে একটি সাফল্যজনক চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে ১২ জন হানাদারকে নিশ্চিহ্ন করে দেন। এ আক্রমণে হানাদার সৈন্যদের একজন পদলেহী রাজাকারকে জীবন্ত ধরে আনেন। উক্ত দিন গেরিলা যােদ্ধারা ফুলগাজীতে শত্রু ঘাটির ওপর ত্রিধারা সাড়াশী আক্রমণ চালিয়ে দখলদার সৈন্যদের ৩০ জনকে নিহত করেন। নােয়াপুরে অপর এক আক্রমণে ৬ জন খান সেনাকে নিশ্চিহ্ন এবং একটি বাঙ্কার ধ্বংস করেন।

গত ২রা নভেম্বর মুক্তিবাহিনীর অসম সাহসী বীর যােদ্ধারা নােয়াখালীর রামগঞ্জ থানাধীন সাহাপুরে এক প্রচণ্ড হামলা চালিয়ে ৩ জন শত্রু সৈন্যকে নিহত করেন। যশােরে বিদ্যুৎ সরবরাহ ও রেল যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন। যশাের জেলার চূড়ামনকাঠিতে গত ৩রা নভেম্বর বহু বিদ্যুস্তম্ভ উড়িয়ে দিয়ে মুক্তিবাহিনীর গেরিলাযােদ্ধারা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছেন। মুক্তিবাহিনীর সামরিক দফতরে প্রাপ্ত খবরে প্রকাশ, দখলীকৃত বাংলাদেশে মুক্তিযােদ্ধারা খানসেনাদের ওপর প্রচণ্ড চাপ। অব্যাহত রেখেছেন। গত ৩রা নভেম্বর মুক্তিবাহিনীর অসম সাহসী বীর যােদ্ধারা রেল লাইন ধ্বংস করে দিয়ে যশাের জেলার চুড়ামনকাটি রেল যােগাযােগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিয়েছেন। খুলনায় গেরিলা যােদ্ধাদের প্রচণ্ড আক্রমণ গত ১০ই নভেম্বর খুলনা জেলার বেতগাছী খানসেনাদের সঙ্গে গেরিলা যােদ্ধাদের এক প্রচণ্ড সংঘর্ষ হয়। ফলে ৫ জন প্রতিপক্ষ সৈন্য নিশ্চিহ্ন হয়ে যায়। এর আগে ৮ই নভেম্বর হানাদার সৈন্যরা কইখালী  এলাকায় মুক্তিবাহিনীর ঘাটির ওপর আক্রমণের দুঃসাহস দেখালে আমাদের বীর যােদ্ধারা এর ঘাড়ভাঙ্গা জবাব দেন। ফলে ২ জন শত্রু সৈন্য নিহত এবং বহু সংখ্যক আহত হয়।

জয়বাংলা (১) : ২৯,

২৬ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!