লাকসামে মুক্তিবাহিনীর ব্যাপক আক্রমণ
লাকসাম থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানাচ্ছেন, গত ২৫শে অক্টোবর মুক্তিবাহিনীর অসম সাহসী বীর যােদ্ধারা লাকসাম রাস্তার নিকট বানগােদায় এক চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে ২১জন পাকিস্তানী সৈন্য ও রাজাকারকে নিশ্চিহ্ন করে দেন। এছাড়া গেরিলাযােদ্ধারা পাকিস্তান সামরিক বাহিনীর ৩ টন ওজনের একটি কনভয় ধ্বংস করে দেন। গত ২৬শে অক্টোবর অত্র থানায় গরিবানগা-বানশি সড়কে আরেকটি দুঃসাহসিক অভিযানে ১৭ জন বেঈমান খান সৈন্য ও ২১ জন অবাঙ্গালী রাজাকার মুক্তিবাহিনীর হাতে প্রাণ হারায়। গত ২৭শে অক্টোবর মুক্তিবাহিনীর অসম সাহসী বীর যােদ্ধারা কুমিল্লা-লালমাই সড়কের নিকট বিজয়পুরে পাকিস্তানী সৈন্যদের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণ চালিয়ে ২১ জন খান সেনা খতম ও ১৩ জনকে গুরুতররূপে আহত করেন। গত ৩১শে অক্টোবর স্বাধীনতাকামীরা হাজতখােলাতে শত্রু ঘাটিতে মর্টার আক্রমণ চালিয়ে একজন ক্যাপ্টেনসহ ৯৫৬ জন খান সেনা ও রাজাকারকে খতম করেন।
জয়বাংলা (১) ১: ২৯।
২৬ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯