You dont have javascript enabled! Please enable it! 1971.11.26 | লাকসামে মুক্তিবাহিনীর ব্যাপক আক্রমণ - সংগ্রামের নোটবুক

লাকসামে মুক্তিবাহিনীর ব্যাপক আক্রমণ

লাকসাম থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানাচ্ছেন, গত ২৫শে অক্টোবর মুক্তিবাহিনীর অসম সাহসী বীর যােদ্ধারা লাকসাম রাস্তার নিকট বানগােদায় এক চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে ২১জন পাকিস্তানী সৈন্য ও রাজাকারকে নিশ্চিহ্ন করে দেন। এছাড়া গেরিলাযােদ্ধারা পাকিস্তান সামরিক বাহিনীর ৩ টন ওজনের একটি কনভয় ধ্বংস করে দেন। গত ২৬শে অক্টোবর অত্র থানায় গরিবানগা-বানশি সড়কে আরেকটি দুঃসাহসিক অভিযানে ১৭ জন বেঈমান খান সৈন্য ও ২১ জন অবাঙ্গালী রাজাকার মুক্তিবাহিনীর হাতে প্রাণ হারায়। গত ২৭শে অক্টোবর মুক্তিবাহিনীর অসম সাহসী বীর যােদ্ধারা কুমিল্লা-লালমাই সড়কের নিকট বিজয়পুরে পাকিস্তানী সৈন্যদের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণ চালিয়ে ২১ জন খান সেনা খতম ও ১৩ জনকে গুরুতররূপে আহত করেন।  গত ৩১শে অক্টোবর স্বাধীনতাকামীরা হাজতখােলাতে শত্রু ঘাটিতে মর্টার আক্রমণ চালিয়ে একজন ক্যাপ্টেনসহ ৯৫৬ জন খান সেনা ও রাজাকারকে খতম করেন।

 জয়বাংলা (১) ১: ২৯।

২৬ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯