You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১৯ জানুয়ারি ১৯৬৯
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র পুলিস খণ্ডযুদ্ধের তীব্রতা বৃদ্ধি :
পরিস্থিতি মোকাবিলার জন্য ইপিআর বাহিনী তলব :
কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের ফলে শতাধিক ছাত্র-নাগরিক আহত :
পুলিস সূত্রে ৩৪ জনকে গ্রেফতারের খবর সমর্থন
(নিজস্ব বার্তা পরিবেশক)

ছাত্র পুলিস সংঘর্ষে প্রায় শতাধিক ছাত্র ও নাগরিক আহত হইয়াছে। পুলিশ ও ইপিআর বাহিনীরও কয়েকজন আহত হইয়াছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ২৫ জন আহত ছাত্রকে এম্বুলেন্স ও অন্যান্য যানবাহনে করিয়া প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই আহত হইয়াছেন। রমনা পুলিশ সূত্রে বলা হইয়াছে যে, সর্বমোট ৩৪ জনকে গ্রেফতার করা হইয়াছে।
ইপিআর বাহিনী বিশ্ববিদ্যালয় এলাকা ঘেরাও করিয়া ছাত্রদের তাড়া করিতে শুরু করিলে ছাত্ররা তাহাদিগের প্রতি পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এই পর্যায়ে ইপিআই বাহিনীকে দলবদ্ধভাবে জিন্নাহ হল ও মোহসিন হলে ঢুকিয়া নির্বিচারে ছাত্রদের প্রহার ও গ্রেফতার করিতে দেখা যায়। গ্রেফতারকৃত ছাত্রদের গাড়ীতে তোলার সময় দেখা যায় যে, অনেকেরই মাথা ও শরীরের অন্যান্য অংশ হইতে রক্তক্ষরণ হইতেছে। মিছিলকারী ছাত্ররা সর্বক্ষণ যেসব ধ্বনি বিশেষভাবে প্রদান করেন তাহার মধ্যে নিম্নোক্তগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য: ‘সংগ্রাম চলবে চলবে’ ‘খতম কর খতম কর, আইয়ুব শাহী খতম কর’, ‘মানি না মানি না, ১৪৪ ধারা মানি না’ ‘পূৰ্ব বাংলার স্বাধিকার, দিতে হবে’, ‘১১ দফা মানতে হবে’ ইত্যাদি।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!